Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেনচার্টার
ক্র নং: সেবার নাম সেবা প্রদান পদ্ধতি প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তির স্থান সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি সেবা প্রদানের সময়সীমা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবী, ফোন নম্বর ও ই-মেইল)
০১.

কর্মজীবী  ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল

সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড থেকে প্রাপ্ত তালিকা/আবেদন জেলা কমিটি কর্তৃক চূড়ান্ত অনুমোদন প্রদান।

আবেদন ফরম, ভোটার আইডি কার্ড/জন্ম সনদ, ছবি ৩কপি, বাচ্চার জন্ম সনদ, গর্ভবতী মায়ের ডাক্তারের প্রত্যয়ন, কর্মজীবীর ক্ষেত্রে চাকুরী সংক্রান্ত প্রত্যয়ন, ১ম অথবা ২য় সন্তানের জন্মদান সংক্রান্ত ওয়ার্ড কাউন্সিলরের প্রত্যয়ন।

প্রাপ্তির স্থান: উপপরিচালকের কার্যালয়/জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও সংশ্লিষ্ট ওয়ার্ড অফিস।

বিনামূল্যে,

স্ব স্ব একাউন্টে ১০ টাকার ব্যাংক হিসাব খোলার মাধ্যমে ভাতা পরিশোধ করা হয়।

২ বছর সেবা পাবেন

অঞ্জনা ভট্টাচার্য্য উপ পরিচালক

৬৫২৯০৯

dwachittagong @gmail.com

০২.

"জীবিকায়নের জন্য মহিলাদের দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ" কর্মসূচি

বিজ্ঞপ্তির মাধ্যমে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী নির্বাচন সংক্রান্ত  ‘‘জেলা কমিটি’’ কর্তৃক তালিকা এবং প্রয়োজনীয় কাগজ পত্রাদি যাচাই বাছাই করে প্রশিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণার্থী ভর্তি করা হয়।

প্রশিক্ষক: আবেদন, ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, ভোটার আইডি বা জন্ম নিবন্ধন সনদ, জাতীয়তার সনদ, সংশ্লিষ্ট ট্রেডের অভিজ্ঞতার সনদ

 

প্রশিক্ষণার্থী: আবেদন ফরম, ভোটার আইডিকার্ড বা জন্ম নিবন্ধন ও ছবি জমা দিতে হয়।

বিনামূল্যে

 

 

 

উপস্থিতির ভিত্তিতে দৈনিক ২০/- টাকা হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়।

প্রতি ট্রেডে ৩মাস প্রশিক্ষণ পাবেন
০৩. স্বেচ্ছাসেবী মহিলা সমিতির নিবন্ধন, নিয়ন্ত্রণ ও  অনুদান বিতরণ জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক সুপারিশকৃত স্বেচ্ছাসেবী নারী সংগঠনকে উপপরিচালক/জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কর্তৃক সরেজমিনে পরিদর্শনের পর রেজিষ্ট্রেশন প্রদান করা হয় এবং বাৎসরিক অনুদান প্রদানের জন্য জেলা কমিটির সুপারিশ সহকারে সদর কার্যালয়ে প্রেরণ এবং মনিটরিং করা।

রেজিষ্ট্রেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে ‘‘ক’’  ফরমে আবেদন, সমিতির গঠনতন্ত্র, ৩টি সভার কার্যবিবরণী, সাধারণ সদস্যদের তালিকা, কার্যকরী কমিটির তালিকা ইত্যাদি। 

 

স্থান: উপপরিচালকের কার্যালয়/জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়
রেজিষ্ট্রেশন ফি ২০০০/- টাকা। নবায়ন ফি ৫০০/- টাকা চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিতে হয়। নিবন্ধন সারা বছর অনুদান বিতরণ প্রতিবছর
০৪.

জয়িতা অন্বেষনে বাংলাদেশ শীর্ষক কার্যক্রম

ইউনিয়ন কমিটি থেকে প্রাপ্ত তালিকা উপজেলা কমিটি যাচাই বাছাই করে ৫ক্যাটাগরীতে জয়িতার তালিকা জেলা কমিটিতে প্রেরণ। জেলা কমিটি সিটি কর্পোরেশন ও উপজেলা থেকে প্রাপ্ত জয়িতাদের তালিকা যাচাই-বাছাইক্রমে ৫জন শ্রেষ্ঠ জয়িতার তালিকা বিভাগে প্রেরণ।

জীবন বৃত্তান্ত ফরম পূরণ

উপপরিচালক,জেলা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, চট্টগ্রাম
বিনামূল্যে প্রতিবছর ১বার
০৫.

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কার্যক্রম

নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত অভিযোগ গ্রহণ, শুনানি ও নিষ্পত্তি করণ প্রয়োজনে আইনগত সহায়তা প্রদান আবেদন, প্রযোজ্য ক্ষেত্রে ডাক্তারী সনদ, বিয়ের কাবিননামা ইত্যাদি দাখিল করলে বিনা খরচে আইনী সহায়তা প্রদান

বিনামূল্য

সারা বছর
০৬.

দুঃস্থ মহিলা ও শিশু সাহায্য তহবিল

শিশুদের ক্ষেত্রে আবেদনকারীর ন্যায়সংগত অভিভাবক এর মাধ্যমে আবেদনপত্র দাখিল করা যাবে এবং আবেদনপত্রগুলো স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর/ইউপি মেম্বার এর সুপারিশক্রমে জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার নিকট দাখিল করতে হবে। জেলা কমিটি আবেদনসমূহ বাছাইপূর্বক বোর্ডের সদস্য সচিবের নিকট প্রেরণ করবে। জেলা কমিটি প্রতি ৬ মাসে ন্যূনতম একবার সভায় মিলিত হবেন এবং সাহায্যের জন্য প্রাপ্ত আবেদনপত্র সমূহ যাচাই-বাছাই করে সুপারিশসহ ট্রাস্টি বোর্ডের সদস্য-সচিবের নিকট প্রেরণ করবে, তবে জরুরী ক্ষেত্রে জেলা কমিটির সভাপতি তাৎক্ষনিকভাবে যে কোন সাহায্যের আবেদন সুপারিশ সহকারে বোর্ড অব ট্রাস্টির সভাপতি/সহ-সভাপতির নিকট প্রেরণ করবেন।

আবেদন, আবেদনের পক্ষে প্রত্যয়ন, ছবি, জাতীয়তার সনদ, ভোটা আইডি কার্ড

বিনামূল্য,

যথাযথ কর্তৃপক্ষের মঞ্জুরী  সাপেক্ষে
এককালীন অনুদান
০৭. কর্মজীবী মহিলা হোস্টেল চাকুরীজীবি মহিলাদের ভর্তি কমিটি কর্তৃক আবেদন যাচাই বাছাই করে সীট বরাদ্দ  দেয়া হয়।

আবেদন, ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয়তা সনদ, চাকুরী সংক্রান্ত প্রমানপত্র, স্থানীয় অভিভাবক ও স্বাক্ষাতপ্রার্থীদের ছবি ও ভোটার আইডি, ডাক্তারী সনদ।

ভর্তি ফি ৫০০/- টাকা, জামানত ২ মাসের  সীটভাড়া।

৩সিট বিশিষ্ট কক্ষ ভাড়া ৯৫০/- টাকা

৪সিট বিশিষ্ট কক্ষ ভাড়া ৯০০/-  ’’

আনুসংগিক প্রতিমাসে ১০/-   ’’

অতিথি বোর্ডারের প্রতিরাতের ভাড়া ৪০/-
৩বছর
০৮. শিশু দিবাযত্ন কেন্দ্র নিমণবিত্ত কর্মজীবী ময়েদের আবেদনের পরিপ্রেক্ষিতে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শিশুদের সেবা প্রদান করা হয়

শিশুভর্তির ফরম, ছবি ২ কপি

প্রাপ্তির স্থান: ডে-কেয়ার, হামজারবাগ মোমেনবাগ আ/এ

ভর্তি ফি ১০০/- টাকা

মাসিক বেতন ১০০/- টাকা
৬মাস থেকে ৬বছর বয়স পর্যন্ত শিশু
০৯.

এনাবলিং এনভায়রনমেন্ট ফর চাইল্ড রাইটস্ (ইইসিআর) প্রকল্প

পিতৃমাতৃহীন, সুবিধাবঞ্চিত শিশু, ঝুঁকিতে থাকা শিশু, শিক্ষা হতে ঝরেপড়া শিশু, শারীরিক মানসিকসহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিবন্ধী শিশু, কর্মজীবী এবং শিক্ষায় নব গমনেচ্ছু শিশুর নামের তালিকা সিটি কর্পোরেশনের অধীন ৪১টি ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলদের থেকে সংগ্রহ করা হয়। সুবিধাভোগী শিশুর বয়স ৬-১৬ বছরের মধ্যে হতে হবে। বালিকা, বালক অনুর্ধ্ব ১৪ বছর। আবেদন ফরম, ছবি, বিদ্যালয় কর্তৃপক্ষের প্রত্যয়ন, জাতীয়তার সনদ

বিনামূল্যে

চেকের মাধ্যমে পরিশোধ

১৮ মাস
১০.

দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা কর্মসূচি

ইউনিয়ন কমিটি থেকে প্রাপ্ত তালিকা উপজেলা  কমিটির মাধ্যমে চূড়ান্ত অনুমোদন

আবেদন ফরম, ৪কপি ছবি,ভোটার আইডি কার্ড এর ফটোকপি, গর্ভবতী  মায়ের ডাক্তারী সনদ, টিকার কার্ড/জন্ম নিবন্ধন

 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও  ইউনিয়ন পরিষদ

বিনামূল্যে,

স্ব স্ব একাউন্টে ১০ টাকার ব্যাংক হিসাব খোলার মাধ্যমে ভাতা পরিশোধ করা হয়।
২ বছর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা
১১.

ভিজিডি কর্মসূচি

ওয়ার্ডভিত্তিক ক্ষুদ্র দল গঠনের মাধ্যমে উপকারভোগীদের প্রাথমিক তালিকা ইউনিয়ন ভিজিডি কমিটিতে প্রেরণ। উক্ত কমিটি যাচাইবাছাই করে তালিকা উপজেলা কমিটিতে প্রেরণ। উপজেলা কমিটি প্রাপ্ত তালিকা যাচাই বাছাইক্রমে চূড়ান্ত অনুমোদন আবেদন ফরম, ছবি, আইডি কার্ড এর ফটোকপি/জন্ম নিবন্ধন

বিনামূল্যে,

প্রতিমাসে ৩০কেজি চাল/গম

মাসিক ৪০/- সঞ্চয় বাধ্যতামূলক সচেতনতামূলক ও আয়বর্ধক প্রশিক্ষণ প্রদান
২বছর
১২.

মহিলাদের আত্নকর্ম সংস্থানের জন্য  ক্ষুদ্রঋণ কার্যক্রম

ইউনিয়ন চেয়ারম্যান/মেম্বার কর্তৃক সুপারিশকৃত আবেদনপত্র সমূহ যাচাই বাছাই পূর্বক উপজেলা কমিটি ঋণ মঞ্জুর করেন। আবেদনপত্র সমূহ ঋণ গ্রহীতা সরাসরি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হতে সংগ্রহ করে ৩০০/- টাকার নন জুডিশিয়াল ষ্ট্যাম্পে বাৎসরিক ৫% সার্ভিস চার্জ প্রদানের মাধ্যমে ৫০০০/- টাকা হতে ১৫০০০/- টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়।

১থেকে

২ বছর
১৩.

মহিলা সহায়তা কর্মসূচি বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম

 

নারী নির্যাত সম্পর্কিতঅভিযোগ গ্রহণ, পরামর্শ প্রদান ও আইনী সহায়তা আদালতে বিচার পরিচালনা, বাল্যবিবাহ নিরোধ। নির্যাতিত ও আশ্রয়হীন নারীদের ২টি সন্তানসহ আশ্রয় প্রদান

পরামর্শ প্রদান, প্রয়োজনে থানার সাথে যোগাযোগ নারী নির্যাতন প্রতিরোধ সেলে অমিমাংসিত অভিযোগ সমূহ আদালতে প্রেরণ।

কেন্দ্রে আশ্রিতদের খাদ্য, বস্ত্র, চিকিৎসা, প্রাথমিক শিক্ষা, প্রশিক্ষণ প্রদান।

প্রার্থী কর্তৃক সরবরাহকৃত প্রার্থীর সংশ্লিষ্ট কাগজপত্র

মহিলা সহায়তা কর্মসূচি ও নারী নির্যাতন প্রতিরোধ সেল
বিনামূল্যে

উভয়পক্ষের আলোচনায় সমস্যার সমাধান হওয়া পর্যন্ত বা আদালতের মিমাংসা সাপেক্ষে।

আশ্রয়কেন্দ্রের মহিলারা সর্বোচ্চ ৬মাস আশ্রয়কেন্দ্রে থাকতে পারেন

ম্যাজিষ্ট্রেট

মহিলা সহায়তা কর্মসূচি

চট্টগ্রাম

ফোন: ২৫২৬৮৭৬