ক্রমিক |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজ পত্র প্রাপ্তিস্থান |
সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদান সময় সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবী, ফোন নম্বর, ই-মেইল |
০১. |
ভিজিডি কার্যক্রম |
গ্রামীণ দুস্থ পরিবারসমূহের দৈনন্দিন খাদ্য চাহিদা পূরণের জন্য পুষ্টিচাল বিতরণ। বিপনণযোগ্য দক্ষতা বৃদ্ধিকল্পে প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করা, সঞ্চয়ের মাধ্যমে বিনিয়োগের মূলধন সংগ্রহে উৎসাহিত করা। ঋণ প্রাপ্তিতে সুযোগ প্রদানের মাধ্যমে উপার্জনক্ষম করে চলমান উন্নয়ন কর্মসূচিগুলোতে অন্তর্ভুক্তিকরণের জন্য যোগ্য করে গড়ে তোলা।
|
সংশ্লিষ্ট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কার্যালয় |
উপকারভোগী মহিলা বাছাই/নির্বাচনের প্রাথমিক তালিকার ‘ছক’ এবং তালিকার চূড়ান্ত ‘ছক’ বিনামূল্যে প্রদান করা হয়। |
২৪ মাস |
১। উপপরিচালক ফোন: 02334452909
২। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা |
০২. |
মা ও শিশু সহয়তা কর্মসূচি |
দরিদ্র মা ও শিশু মৃত্যু হার হ্রাস, মাতৃদুগ্ধ পানের হার বৃদ্ধি, গর্ভাবস্থায় উন্নত পুষ্টি উপাদান গ্রহণ বৃদ্ধি।
|
১। উপপরিচালক এর কার্যালয় ২। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ৩। পৌরসভা ও ইউনিয়ন পরিষদ |
বিনামূল্যে |
৩ বছর বা ৩৬ মাস |
১। প্রোগ্রাম অফিসার উপপরিচালক এর কার্যালয় ফোন: 02334452909
২। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা
|
০৩. |
মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ প্রদান কার্যক্রম |
বর্তমান নীতিমালা অনুযায়ী মহিলা বিষয়ক অধিদপ্তর হতে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে জেলা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হতে নির্ধারিত ফরম পূরণ পূর্বক উপকারভোগী নির্বাচন করে জনপ্রতি ৫০০০/- টাকা থেকে সর্বোচ্চ ১৫০০০/- টাক পর্যন্ত ঋণ বিতরণ করা হয়। |
১। আবেদন ফরম ২। জন্ম সনদ ৩। ৩ কপি পাসপোর্ট সাইজ ছবি ৪। ওয়ার্ড কমিশনার কর্তৃক স্থায়ী নাগরিকতার সার্টিফিকেট ৫। নন জুডিশিয়াল স্ট্যাম্প প্রাপ্তির স্থান: উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় |
১। আবেদন ফরম বিনামূল্যে বিতরণ করা হয়। ২। তিন কপি ছবি= ১০০ টাকা ৩। স্ট্যাম্প =৩০০ টাকা, মোট মূল্য ৪০০ টাকা উপকারভোগী কর্তৃক পরিশোধিত
|
প্রতি অর্থবছরের বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে উপজেলায় সুবিধাজনক সময়ের মধ্যে বিতরণ সর্বোচ্চ ১ থেকে ৩ মাসের মধ্যে |
১। প্রোগ্রাম অফিসার উপপরিচালক এর কার্যালয় ফোন: 02334452909
২। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা |
০৪. |
জীবিকায়নের জন্য মহিলাদের দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ’ কর্মসূচি |
অনগ্রসর, অবহেলিত, বেকার মহিলাদের আত্ম-কর্মসংস্থান ও আয়বর্ধক কর্মকান্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও আর্থ-সামাজিক উন্নয়ন করা।
|
১। উপপরিচালক এর কার্যালয় |
বিনামূল্যে |
৩মাস |
১। উপপরিচালক ফোন: 02334452909
|
০৫. |
স্বেচ্ছাসেবী মহিলা সমিতি নিবন্ধন |
তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়ন কার্যক্রম ব্যাপক প্রসারের জন্য স্বেচ্ছাসেবী মহিলা সমিতি নিবন্ধন দেওয়া হয়। |
১। উপপরিচালক এর কার্যালয় ২। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় |
বিনামূল্যে |
২০ কর্ম দিবস |
১। উপপরিচালক ফোন: 02334452909
২। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা
|
০৬. |
দরিদ্র ও দুস্থ মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ |
দুস্থ মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়। |
মাননীয় মন্ত্রি/ সংসদ সদস্য
|
বিনামূল্যে |
|
১। উপপরিচালক ফোন: 02334452909
২। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা
|
০৭. |
কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প |
সৃজনশীল ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে এবং তৃণমূল পর্যায়ে জেন্ডার সমতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। |
১। উপপরিচালকের কার্যালয় ২। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় |
বিনামূল্যে |
১বছর |
১। উপপরিচালক ফোন: 02334452909
২। প্রধান শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয়
|
০৮. |
জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রম |
প্রতি বছর তৃণমূল পর্যায়ের বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের সম্মাননা প্রদান করা হয়। |
১। উপপরিচালকের কার্যালয় ২। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় |
বিনামূল্যে |
প্রতি বছর |
১। উপপরিচালক ফোন: 02334452909
২। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা |
০৯. |
যৌতুক ও বাল্যবিবাহ নিরোধ, নারী ও শিশু পাচার প্রতিরোধ, মানব পাচার প্রতিরোধ সংক্রান্ত উঠান বৈঠক |
যৌতুক, বাল্যবিবাহ, নারী ও শিশু পাচার এবং নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে নিয়মিত বিভিন্ন কার্যক্রম যেমন- উঠান বৈঠক, সচেতনতামূলক সভা, অবহিতকরণ সভা পরিচালনা করা হয়। |
১। উপপরিচালকের কার্যালয় ২। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় |
বিনামূল্যে |
চলমান |
১। উপপরিচালক ফোন: 02334452909
২। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা |
১০. |
দুঃস্থ মহিলা ও শিশু সাহয্য তহবিল |
জেলা মনোনয়ন কমিটির মাধ্যমে আবেদন পত্র যাচাই বাচাই করে সুপারিশসহ সদর কার্যালয়ে পেরণ করা হয়। প্রতি ৬মাস পর পর বোড অব ট্রাস্টি আবেদনকারিকে ২০০০/- টাকা হতে ১৫০০০/- টাকা পর্যান্ত এককালিন সাহয্য প্রদান করা হয়। |
১। উপপরিচালকের কার্যালয় ২। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় |
বিনামূল্যে |
৬ মাস পর পর |
১। উপপরিচালক ফোন: 02334452909
২। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা |
১১. |
তথ্য অধিকার আইন ২০০৯ |
সেবা গ্রহণকারীর সরাসরি আবেদন ( ই-মেইল) এবং বার্ষিক প্রতিবেদন প্রকাশ। |
১। উপপরিচালকের কার্যালয় ২। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় |
১। লিখিত কোন ডকুমেন্ট (ম্যাপ, নকশা, ছবি, কম্পিউটার প্রতি পৃষ্ঠা ২ টাকা হারে এবং তদূর্ধ্ব সাইজের ক্ষেত্রে প্রকৃত মূল্য) ২। ডিস্ক, সিডি, ইত্যাদিতে তথ্য সরবরাহের ক্ষেত্রে আবেদনকারি কর্তৃক ডিস্ক, সিডি ইত্যাদি সরবরাহের ক্ষেত্রে বিনা মূল্যে ৩। কোন আইন বা সরকারী বিধান বা নির্দেশনা অনুযায়ী কাউকে সরবরাহকৃত তথ্যের ক্ষেত্রে বিনা মূল্যে
|
আবেদন প্রাপ্ত তারিখ হইতে ২০ কার্যদিবস |
১। উপপরিচালক ফোন: 02334452909
২। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা |